তোমার কান্না শুনে: রিনা - দৈনিক তৃতীয় কণ্ঠ

ব্রেকিং নিউজ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday 13 December 2019

তোমার কান্না শুনে: রিনা


তৃতীয় কণ্ঠ:
লেখিকা-রিনা রহমান: তোমার কান্না শুনে পাহাড়ের ঘুম ভেঙ্গে যায়.... বৃক্ষের সবুজ ড্রয়ার গুলো হয়ে উঠে দারুন শীতার্ত... বলো কেন এমন করে মেঘলা, দুপুরের মতো কাদঁছো ভিজিয়ে দিচ্ছো আমার বুকের এরোড্রাম তোমার কান্নায় ভাইরাসের সংক্রমণ বড় স্পর্শ কাতর.. বড় ছোয়াচে। বলো কে তোমায় শিখিয়েছে কৈশোরে নির্জন এই শোকার্ত আর্তি ঝরানো ভাষা। তোমার কান্না শুনে কয়েক টুকরো রোদ ঝরিয়ে দেয় সুর্য পড়ন্ত দুপুরে। সন্ধ্যায় জোস্না প্লাবিত হয় চাঁদের আলোয়। গভীর রাতে জমে কুয়াশা। তোমার কান্না শুনে সাগরের ঘুম ভাঙ্গে বাতাস হয় মাতাল। দিগন্ত ঝুলে থাকে মির্মর গাছের হ্যাঙ্গারে... আর আমার বুক কাঁদে রোজ ভোর রাতে। অহর্নিশ বেদনায়!


তৃতীয় কণ্ঠ পরিক্ষা মূলক প্রচার।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here