ঝলসে গেছি বারবার: নাজনীন চৌধুরী। তৃতীয় কণ্ঠ - দৈনিক তৃতীয় কণ্ঠ

ব্রেকিং নিউজ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday 17 January 2020

ঝলসে গেছি বারবার: নাজনীন চৌধুরী। তৃতীয় কণ্ঠ



তৃতীয় কণ্ঠ:
লেখক- নাজনীন চৌধুরী
ঝলসে গেছি বনসাইয়ের ঝরা পাতার হলদে বোটায়
ঝলসে গেছি সমাজের যাতাকলে
নীরবে কাঁদে শুধু ধর্ষিত যোনি আর কতো ছিঁড়বে
অপারেশনের টেবিলে ছুরি কাঁচির চাকচিক্য সহ্য করে?
নক্ষত্র পুঞ্জের মতো জ্বলজ্বলে পতাকা জড়িয়েছি আপন সত্তায়,
যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে ক্লান্ত জীবন নামক রেলগাড়ীটা কোথাও নেই কোন স্থিরতা অস্থির মন
নারী আর কবিতার বুক চোখের সম্মুখে নগ্ন দেখেছি বারবার
কান পেতে শুনে নারী মাংস পোড়ানো শ্মশানের নীরব কান্নার আওয়াজ! কামীনির ঠোঁটে তোলোনি প্রগাঢ় অনুরণ কাবেরী নদীর দুঃখ আজও বুক জুড়ে ফুলে উঠে
দুঃসহ যন্ত্রণায়!!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here